Watch News Video:
যে প্রশাসন যদি আমাদের মত মানুষদের রক্ষা
না করতে পারে তাহলে আমরা কাদের উপর নির্ভর
করে থাকবো?
>> আমার বাড়িতে ভাত রান্না করছে ভাত খাবো
ভাতের পাতির মধ্যে নিয়ে চলে আসছে।
>> তাদের ওখান থেকে ফোন টাকা এগুলো নিছে।
একজনের অটো ভাংচুর করে তার ব্যাটারি চুরি
করছে। প্রশাসন আসার পর আমরা কথা বলতেছি
ওরা দাও চাকু সব নিয়ে আসছে। আমরা এখন
প্রশাসনকে বলতেছি আপনারা আটকান। তারা
আটকান বাদ দিয়ে আরো যাইয়া ওদের উৎসাহ
দিছে। আমাদের পাশে থাকেনি। প্রশাসনের জন্য
ওরা আমাদের এলাকায় ঢুকতে পারছে পড়ার পরে
মহিলাদের মারছে আমাকে ইট দিয়ে বাড়ি
মারছে আমাকে ডাউন ঘাবড়াইছে আজকে ঘটনা
মূলত ঘটনা হয়েছে কি ওরা খান্দার পট্টি
যেটাকে বলে উত্তরচালোপাড়া ওখানকার ছেলেরা
প্রায়ই মদ গাঞ্জা নেশা করে আমাদের এদিকে
আসে আসে মেয়েদেরকে অনেক উত্তর করে আমরা
এটা নিয়ে প্রশাসনের কাছেও জানাইছি
অনেকবার কোন বিচার পায়নি ন্যাজ্য বিচার
ন্যাজ্য বিচার পায়নি আমাদের এখানে আসে
চাদা না দিলে আমাদের এলাকার ছেলেকে মারধর
করে এগুলো নিয়ে অনেক অনেক ইয়ে হয়ে গেছে
এর আগেও বাড়িঘর থেকে মানুষের চাদা এগুলা
চাই কেউ না দিলে মারধর করে। আজকে ওদের
ছেলের সাথে ওদেরই ঝগড়া। ওরা তাকে মারছে।
মারে চাদা চাইতে আসছে। আমার এই চাচ্চুর
বাসা হচ্ছে এখানে। ওখানে 5 লাখ টাকা চাদা
দাবি করছে। এই বস আমার চাচ্চু দিতে রাজি
হয় নাই দেখে আমাদের উপর এরকম একটা হামলা।
প্রথমে করছে। করার পরে মিটমাট হয়ে গেল।
হওয়ার পর আমাদের এলাকার সব ছেলে কাজে
গেছে। আমরা সব মহিলারা বাসায় বসে। এই
সময় প্রশাসন আসছে। প্রশাসন আসার পর আমরা
কথা বলতেছি। ওরা দাও চাগু সব নিয়ে আসছে।
আমরা এখন প্রশাসনকে বলতেছি আপনারা আটকান।
তারা আটকান বাদ দিয়ে আরো যাইয়া ওদের
উৎসাহ দিছে। আমাদের পাশে থাকেনি।
প্রশাসনের জন্য ওরা আমাদের এলাকায় ঢুকতে
পারছে। মহিলাদের মারছে, আমাকে ইট দিয়ে
বাড়ি মারছে। আমাকে ডাউন নিয়ে ঘাবড়াইছে।
এগুলো করছে। আমার বাসায় কোন ছেলে মানুষ
নাই। মহিলা, আমার ভাবী, তার বাচ্চা, আমি
আমার মা শুধু ছিলাম। আমরা জানের ভয়ে অন্য
গেট দিয়ে পালায়ে গেছি। যাওয়ার পরে ওরা
ভিতরে আসার পরে প্রত্যেকটা বাসায় আগুন ধরে
দিছে মহিলাদের মারধর করছে কোরাপাখা থেকে
বের করে দিয়ে তাদের ওখান থেকে ফোন টাকা
এগুলো নিছে একজনের অটো ভাংচুর করে তার
ব্যাটারি চুরি করছে হ্যা ওদের ছিল বিশু
ওদের ভেতরে ছিল বিশু পাইলট মাঙ্গু এরাই
মেন এরা খুব বাজে এরা আসার পরে আমাদের
নোংরা ভাবে অনেকভাবে কথা বলছে তোরা বের হ
আমরা ভয়েতে বাথরুমের ভিতরে লুকেছিলাম
বাচ্চা নিয়ে এইরকম প্রায়ই ওরা করে ওরা মদ
গাঞ্জা খায় এদিকে আসে মহিলাদের এর এত বাজে
বাজে ইয়ে করে আমরা এটার ন্যাজ্য বিচার
চাই। প্রশাসনও আমাদের কোন কাজ করে দিতে
পারতেছে না। প্রশাসন টাকা খায় চলে যায়।
এটা কেমন কথা? প্রশাসন দিয়ে আমরা কি করব?
এই প্রশাসন তো আমাদের কোন কাজের না।
আমাদের ছেলেদের আজীবন ঝুঁকিতে পড়ে আছে।
ওদের ওইদিক দিয়ে হাটে আসা যাচ্ছে না। ওদের
ওইদিক দিয়ে আমাদের এলাকায় ছেলে আসতে নিছে।
তার দাও দিয়ে ক্ষতবিক্ষত করছে। এখন তাই
মেডিকেলে ভর্তি। তার বাসা থেকে ছাগল চুরি
করছে। তার হুন্ডা নিছে। আমরা ন্যাজ্য
বিচার চাই। তাদের শাস্তি চাই। অপরাধ
বারবার করে কেউ তো মুক্তি পাবে না।
>> এটা করছে পাইলট বাহিনী আর হচ্ছে ইয়া।
>> সিজান বাহিনী, মন্ডল বাহিনী। আমার ছোট ভাই
রেলে চাকরি করে এখানে বাড়ি করতেছে সকাল
বেলা আইসা দুই আসে আমার ভাই টাকা দিতে
গিয়া অস্বীকার করছে করার পরে আমি ভাত
খাইতেছিলাম বাড়াইলাম বাড়াইয়া আমি
আটকাইলাম এই তোমার সারা ভর করতেছো কেন
>> বাড়ি করতেছে জায়গা কিনে বাড়ি করতেছে
তোমাকে কেন একটা টাকা দিতে হবে দিতে হবে
খাইয়া ফেলে দিমু খাই যা ওরা হুন্ডা নিয়ে
চলে গেল চলে যাওয়ার পরে ঠিক 12:30 টা
পৌনেটার দিকে 30 হুন্ডা আছে একবারে এক
হুন্ডাতে তিনজন করে তিন বাহিনীর আইসা কারো
হাত দাও কারো হতে পিস্তল আইসা দুইটা ফাঁকা
ফাই করলো এখানে আগে যখন ফাঁকা ফাইর করছে
ফাঁকা ফাই প্রথম ঢুকছে আমার বাড়ি আমি
বাড়ি বাড়ির মধ্যে আমি যখন জীবনের ভয়ে
এদিক দিয়ে বারে দৌড় মার বাড়ির চেয়ার
টিয়ার ভাঙ্গিয়া মোবাইল টবাইল নিয়া
বাড়ির মধ্যে আগুন লাগা টাকা ছিল সড়ে
হাজার নগদ সেটা নিছে আমার ওয়াইফের কানের
ছিল আমার মেয়ের বাচ্চা হয়েছে ছোট বাচ্চা
তার কানে তাক মারছে বাইরে কানের গলার খুলে
নিয়ে গেছে আমরা তো জীবনে ভয় ডোর মারছি
তারপরে একের পর এক বাড়িতে আসা আগুন
লাগাছে আগুন লাগা ঘরের মধ্যে যা যা আছে
সবকিছু নিয়ে চলে গেছে ছাগল লয়ে গেছে গরু
লইয়া গেছে মুরগি পর্যন্ত লইয়া গেছে আমার
বাড়িতে ভাত রান্না করছে ভাত খাবো ভাতের
পাকরি পর্যন্ত নিয়ে চলে গেছে আমার ভাতে
যা আছে ও জানে না চাকরি করে ইয়া আর
কাউন্টারে ওই কাউন্টার থেকে আসতেছে অক
পাইছে অক ধরা দাও ধামাধামছে তাই এখন
হাসপাতালে
>> কথাবার্তা বলার মত কেউই মানসিক অবস্থায়
নাই আপনারা তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে
দেখেন আমাদের একটা সুতার মত জিনিস আমরা
গরীব মানুষ ভাই আমরা দিন আনি দিন খাই তারা
কিসের শত্রুতা কিসের জন্য এরকম করল ওরা
ওরা সবাই জানে যে ওদের ওরা কি অবস্থা ওরা
বড় বড় আম পুলিশ প্রশাসন নিজেদের ছিল পুলিশ
প্রশাসনের সামনে ওরা কোন কি হিসাবে তাহলে
পুলিশ আমাদের কিভাবে রক্ষা করবে আপনারাই
বলেন এ আমরা বিচার চাই যে প্রশাসন যদি
আমাদের মত মানুষ রক্ষা না করতে পারে তাহলে
আমরা কাদের উপর নির্ভর করে থাকবো আপনারা
বলেন ছেলে মানুষ এরা সবাই চলে আসে ওরা
সবাই মহিলা মানুষ শেষ পর্যন্ত আমি নিজে
আসছিলাম আমার ফুফুশরীর বাড়ি সেখানে ওরা
দাউ নিয়ে বলছে আপনাদের আমরা জব করব আমরা
ওনাদের হাত পা ধরছি তারপরেও বলছে না আমরা
কোন মতে জান বাঁচার জন্য চলে গেছি আমার
বাড়ি মনে করেন সোনা ছিল টাকা ছিল সবকিছু
ওরা নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে যাওয়ার
পরে ভাংচুর করে আগুন লাগা দিছে ভাই আমাদের
এখন আপনারা দেখেন আমাদের কোন কিচ্ছু নাই
আমরা যে এখন একটা কিছু করব বা খাবো সেরকমও
কিছু নাই আপনাদের কাছে আমরা বিচার চাই
আপনারা বিচার দেন এতটুকুই কৃষক আমাদের তো
প্রশাসনও কিছু করতে পারলো না। আপনারা এখন
দেখেন আমার আর কথা বলার মত কোন ইয়ে নাই।
>> অবশ্যই শত্রুতা। ওরা তো আমাদের কেউ দেখতেই
পারে না। ওরা অবশ্যই শত্রুতার কারণে এটা
করছে। আমি তো মানুষের ইয়ে কিছু জানি না।
আমাদের তো একটা বাড়ি পুড়ে নিয়ে আমাদের সব
বাড়ি পুড়ে দিছে। ওরা কিসের জন্য পুড়লো?
ওরা কিসের জন্য করলো? সেটা তো আমরা জানি
না। ওদের ভিতরে কি ছিল বাকি সব। আমাদের
ওরা ওরা লুটপাট করার জন্য কিনা। ওরা কি
খপেয়ারা করতেছে আপনারা বিচার দেন আমাদের
তো বলার মত কিছু নাই আর আমাদের ঘরবাড়ি
এগুলা একটু আপনারা দেখেন কিছু করার চেষ্টা
করেন
>> নিয়ে আইসা আমাকে ধাবরে মারার জন্য দৌড়
মারছে আমরা ভয়েতে জানেন নিরাপত্তা কান্না
আছে ওইদিক ধাবরে থুয়ে ধাও যায় আসিচ্ছে
তাকি মারিচ্ছে তুই আগুন দিয়া উঠে ধরে আছে
আগুন একবারে লাগছে তারপরে ওরা গেছে
পুলিশেরা উচ থেকে দেখিচ্ছে পুলিশেরা কোন
নিরাপত্তা দিল আমা করে আমরা কি আস বিচাই
কি দোষ করেছি আমরা গরিব মানুষ দিনেরে দিন
খাই চুগালি দে ইয়া করিলা ঘরবাড়ি করছি এখন
থাকবো কোনটি চল ফোল দিয়া কোন মাথা গো খাই
থাকলো না সব গেছে কার সাথে কি হইছে আমরা
কভার পাই না আমরা কবার পাই না হঠাৎ করে
আইসে এই বাড়ি ঘর আগুন দিয়া থাকে ভাইঙ্গা
চুরা কারো কোন খবর বাড়ি বাড়ি ধর হনছে আমার
বাড়ি তো আগুন লাগা দিয়া আজগু গেছে আমার
স্বামী ঘুরা মানুষ ফুটপাতে দহন করে খায়
আমার স্বামী শেষ কোনটা নিলে ইয়া জানে না
আমার ছেলে একটা আছে আমার ছোট ঢলে কিছু
করার না নিয় ম দোকান দিয়ে দিছে আমার এক
দোকান করে খাল ঢালার কাম ক খায় ও দরিয়া
ভাইঙ্গা গলির মধ্যে ভরা গেছি তার জীবনে
ভাই একজন হাতে বড় বড় অস্ত্র হাতে
ধর পলা জীবনে ভাই ওযে তালা ভাইঙ্গা ভাস্কর
ভাইঙ্গা সব নো
এককজনের হাত বড় বড় দাও ছিল আগুন লাগা দিছে
জানের ভয়ে বাড়ির লোক আমরা সবাই এদিক দিয়া
পলাইয়া গেছি যাইয়া হই আল্লাহ আগেই দেখ
আমাগো মারবার আসে গো কেউ আগেবার আসবি গা
কে গো আমি তোলে মানতালে কেমনে চিনবো আমরা
মিয়া মানুষ বাড়িত থাকি ওরা যেগলে আমরা তো
চিনবার পারি নাই এমনি তো মুখের ফেস চিনমু
কিন্তু ওরা জগলে করে জানে জানে পুলিশ
সঙ্গেই ছিল
>> কাজ করার সময় হইল শুনতেছি শুনে আসার পরে
দেখি আগুন লাগছে তখন আসে আগুন লাগান
লিভানে সহযোগিতা করলাম কিন্তু কিলে ডন্ডে
কি হছে এটা আমি এটা বলতে পারি না কিন্তু
আমি আগুন লিভে সহযোগিতা করছি এটা কারা
করছে তাও বলতে পারছি না বিপদের টাইমে আগুন
লিভ উদ্ধার করা যেটা সে আমরা করছি কিন্তু
কারা করে গেছে এটা সঠিক আমি বলতে পারি না
>> আজকে বেলা আড়াই টার সময় সান্দার পট্টি এবং
নারুলি দুই পক্ষের ছেলেপেলের মধ্যে একটা
ঝামেলা হয় পরবর্তীতে বেলা 3:30 টার দিকে
3ড়ে চারটার দিকে সান্দারপটির ছেলেপেলে এসে
নারুলি
এলাকার কিছু বাড়িতে অনুষ্ঠান যোগ করে
আমরা সংবাদ পাই সময় দ্রুত আমাদের পুলিশ
এখানে আসে আমরা যতটুক শুনেছি যারা
সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে তারা
আনুমানিক পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে
এখানে অবস্থান করেছে খুব দ্রুত এসে তারা
এই কিছু বাড়িতে সংযোগ সহ ক্ষয়ক্ষতি করে
তারা দ্রুত এলাকা ত্যাগ করেছে পরবর্তীতে
আমাদের অতিরিক্ত পুলিশ পুলিশ লাইন থেকে
এসে সেটা মোতায়ন করা হয়েছে ডিবি পুলিশ
এসেছে যারা এই অপরাধের সঙ্গে জড়িত এই যে
ক্ষয়ক্ষতি যারা করেছে বাড়িঘরে করেছে
তাদের বিরুদ্ধে তাদেরকে আমরা আমাদের অন
ক্যাপাসিটিতে আমরা তাদেরকে ইয়ে করবো।
শনাক্ত করে আইনগত ব্যবস্থা করবো। এরপরেও
যদি আমরা এজহার পাই তার আলোকেও আমরা আইনগত
ব্যবস্থা নেবো। হতাহতের ঘটনা একটু কম।
ক্ষয়ক্ষতিটাই বেশি হয়েছে। তারপরও আমরা
জেনেছি যে উভয়পক্ষের তিন চারজন আহত হয়েছে।
দেশে অস্ত্র ব্যবহৃত হয়েছে। চাপাতে ছিল
অনেকের কাছে নাকি হাসোয়া ছিল। এসব দেশী
অস্ত্রশস্ত্র ছিল। সব তথ্য আমরা পেয়েছি।
দেখেন আমি তো এসেছি পাঁচ মাস হচ্ছে। আমি
আসার পরে এই প্রথম আমি এই ঘটনাটি দেখলাম।
তারপরে আমি জেনেছি যে এই এলাকার লোকজন
অল্পতেই সংঘাতে জড়িয়ে পড়ে। তো এটা ছাড়
দেওয়ার কোন সুযোগ নাই। এসপি স্যার আমাদের
কোরআনের নির্দেশনা দিয়েছে যারা এই অপরাধে
জড়িত তাদের বিরুদ্ধে আমাদের সারা অভিযান
অব্যাহত থাকবে।